দৌলতপুরে অভিযানে যুবক গ্রেপ্তার, অস্ত্র জব্দ
কুষ্টিয়ার দৌলতপুরে নবী উদ্দিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার শেহালা বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাব-১২।
আটক নবী উদ্দিনের বাড়ি দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
কুষ্টিয়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, ‘অস্ত্র বেচাকেনা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টিম গতকাল রাত ৯টার দিকে শেহালা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নবী উদ্দিনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়।’ নবীর বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনেসহ বিভিন্ন আইনে কমপক্ষে চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।