তাদেরও মনুষ্যত্ব বোধ থাকা উচিত : আইজিপি
পেট্রলবোমা হামলাকারীদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। সেই সঙ্গে তাদের অর্থের জোগানদাতাদের মনুষ্যত্ব বোধ থাকা উচিত বলে মনে করেন তিনি।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ ট্রেনিং কলেজে অপরাধ আন্তদেশ সার্ক ট্রেনিংয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। প্রশিক্ষণে সার্কভুক্ত ছয়টি দেশের ১৯ জন অংশ নিয়েছেন।
শহীদুল হক বলেন, ‘যেখানে ঘটনা ঘটছে ওর থেকে কেউ পার পাচ্ছে না। সব ক্ষেত্রেই কিন্তু আমরা গ্রেপ্তার করতে পারছি, আইনের আমলে আনতে পারছি। এটা সন্ত্রাসীরা, নাশকতাকারীরা যখন বুঝবে যে ঘটনা ঘটিয়ে পার পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে তারা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। তাদেরও শুভবুদ্ধির উদয় হওয়া উচিত যে তারা কাকে মারছে। এ দেশের নিরীহ লোকগুলোকে মারছে। এ শুভবুদ্ধিটা যারা পয়সা দিয়ে তাদের ব্যবহার করে, ভাড়াটিয়া হিসেবে বা বিভিন্ন লোভ লালসা দেখায়, তাদেরও তো একটা মনুষ্যত্ব বোধ থাকা উচিত।’