নাটোরে ১১৫৭ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১
নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে এক হাজার ১৫৭ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাব। র্যাব ৫-এর একটি দল আজ শনিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় এলাকায় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী একটি ট্রাক থেকে ওই ফেনসিডিল জব্দ করে।
র্যাব ৫-এর কোম্পানি কমান্ডার জামাল আল নাসের জানান, দুপুরে ওই ট্রাকের পাটাতনের নিচে অভিনব কায়দায় সাজিয়ে রাখা এক হাজার ১৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। রাশেদুলের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়।