দিনাজপুরে দোকানিকে পুড়িয়ে হত্যা!
দিনাজপুর শহরের রামনগরে মোখলেছুর রহমান ধোলা (২৮) নামের এক পান দোকানিকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল ১০টার দিকে প্রাচীরঘেরা একটি মাঠ থেকে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ধোলা রামনগর মহল্লার দুলু মিয়ার ছেলে।
ধোলার পরিবারের সদস্যরা জানায়, রামনগর বাজারে ধোলার পান-সিগারেটের দোকান রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি দোকান থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে প্রাচীরঘেরা একটি মাঠে ধোলার দগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম খালেকুজ্জামান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।