সর্বদলীয় সংলাপের দাবি সাবেক বিএমএ নেতাদের
চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সর্বদলীয় সংলাপের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা।
আজ রোববার বিএমএর সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিদানকারী নেতাদের বেশির ভাগ বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য।
বিবৃতিতে বিএমএর সাবেক নেতারা বলেন, ‘মানুষের বাকস্বাধীনতা, চলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আজ মারাত্মক প্রশ্নবিদ্ধ। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে নির্বিচারে আওয়ামী পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায়। সরকার জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবৈধ সরকার ক্ষমতার মসনদ ধরে রাখার জন্যে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশের সাধারণ জনগণের ওপর সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুন, গ্রেপ্তার বাণিজ্যসহ সকল ধরনের অন্যায় অত্যাচার শুরু করেছে। ক্রসফায়ারের নামে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। যৌথ বাহিনীর নামে ঘর-বাড়ি ভাঙচুর, দোকানপাট লুট, জ্বালাও-পোড়াও, গণগ্রেফতার করা হচ্ছে এবং এলাকাগুলো পুরুষশূন্য করা হচ্ছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘দলীয় ক্যাডারদের চেইন অব কমান্ড ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তাঁদের দিয়ে এই অপকর্ম পরিচালনা করছে, যার সাথে সাধারণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রের এ পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ধারাবাহিকভাবে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা প্রত্যেকেই এ পরিস্থিতির অবসান চান। আর অবসানের মাধ্যম হিসেবে সবাই সংলাপ বা আলাপ-আলোচনার কথা বলে আসছেন।’
বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক এম এ কাসেম, অধ্যাপক এম এ মাজেদ ও অধ্যাপক এ কে এম আজিজুল হক, সাবেক মহাসচিব অধ্যাপক গাজী আব্দুল হক ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাবেক সহসভাপতি অধ্যাপক বায়েস ভূইয়া, অধ্যাপক আব্দুল মান্নান শিকদার, অধ্যাপক মইনুল হাসান সাদিক, রফিকুল হক বাবলু, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক আজিজ রহিম, শামিমুর রহমান ও অধ্যাপক এন এ কামরুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মাহবুবুল আলম ও হারুন আল রশিদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, প্রচার ও জনসংযোগ সম্পাদক অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন, আন্তর্জাতিক সম্পাদক সুমন নাজমুল হোসেন, প্রকাশনা সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, দপ্তর সম্পাদক শহীদুল আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম শাকিল, বিজ্ঞানবিষয়ক সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, কেন্দ্রীয় কার্যকরী সদস্য অধ্যাপক এম এ মান্নান মিয়া, এম এ সেলিম, ওবায়দুল কবীর খান, এস এম রফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল কুদ্দুস, মো. আমিরুজ্জামান খান লাভলু, মজিবুল হক দোয়েল, এ কে এম মাসুদ আক্তার জিতু, এ টি এম ফরিদ উদ্দিন, আবুল কেনান, খাইরুল ইসলাম, প্রভাত চন্দ্র বিশ্বাস, সায়েফউল্লাহ, নুরুজ্জামান খোকন, এম এ কামাল, রেহান উদ্দিন খান, সাইফ উদ্দিন নিসার আহমেদ, জেড এম মতিন আল হেলাল, আনোয়ারুল আজিম ও বজলুর রহমান।