মানুষের দুঃখ আমরা বুঝি, ওরা বোঝে ক্ষমতা : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এরা মানুষকে ভালোবাসে না। মানুষকে ভালোবাসে একমাত্র জাতীয় পার্টি। মানুষের দুঃখ, ব্যথা, বেদনা আমরা বুঝি। আর কেউ বোঝে না। ওরা বোঝে ক্ষমতা। ওরা বোঝে টাকা, অর্থ।’
আজ রোববার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত ভাষা দিবসের আলোচনায় এরশাদ এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমি শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলাম। সব দল হরতাল করেছিল। বিরোধী দলও করেছিল। তারপর যখন শান্তি মিশন থেকে প্রথম কন্টিনজেন্ট ফিরে এলো...। ভালো কাজের বিরুদ্ধে সব সময় না বলেছে তারা। দেশের মানুষ তাদের চিনতে পেরেছে। দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে। এই জাতীয় পার্টি পরিবর্তন আনবে।’
বড় দুটি দলের ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ পুড়ে মরছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য ক্ষমতায় যেতে চাই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে ভুখা-নাঙ্গা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে।’
এ সময় এরশাদ বলেন, বর্তমান জাতীয় শহীদ মিনার তাঁর শাসনামলে তৈরি এবং তিনিই দেশে সর্বস্তরে বাংলা ভাষা আইন করে চালু করেছিলেন।