ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আহত ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তের ছোড়া ককটেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক, একজন নারী, একজন সংবাদকর্মীসহ সাতজন আহত হয়েছেন।
আহতরা হলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শেখ রাসেল (২৮), সংবাদকর্মী জয়দেব (২৮), নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিমু (১৮), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মৃদুল কান্তি (৩৩), চটপটি দোকানদার মন্টু মিয়া (৩৫), আবুল কাশেম (৩৩) ও ছাত্রলীগ নেতা সোহেল (২৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।