ফরিদপুরে আইনজীবীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে কর্মবিরতি
ফরিদপুরে অ্যাডভোকেট নিউটন চৌধুরীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা কর্মবিরতি পালন করেছেন। শহরে আইনজীবী সমিতি ভবনের সামনে আজ রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টা তাঁরা এই কর্মসূচি পালন করেন।
কর্মবিরতি ও সমাবেশ শেষে আইনজীবীরা মিছিল নিয়ে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন। সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরে নিজ কর্মস্থল থেকে খাবাসপুর এলাকায় বাড়ি ফেরার পথে ঝিলটুলি মোড়ে পানির ট্যাংকের কাছে আইনজীবী নিউটন চৌধুরীর (৩১) ওপর কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘এ ঘটনায় নিউটন নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।’