হাকিমপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধানক্ষেত থেকে ফেরদৌসী বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ফেরদৌসী বেগমের বাড়ি উপজেলার ঘনশ্যামপুর এলাকায়। তাঁর স্বামীর নাম আতাউর রহমান।
ওই নারীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরের দিকে বাড়ির পাশে ধানক্ষেতে খইচালা নিয়ে মাছ ধরতে যান ফেরদৌসী। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাত পর্যন্ত তাঁকে কোথাও পাওয়া যায়নি।
আজ সকালে গ্রামের কয়েকজন লোক মাঠে গেলে ফেরদৌসীকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ ফেরদৌসীর লাশ উদ্ধার করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরদৌসী সাপের কামড়ে মারা গেছেন।