নাটোরে যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তারের দাবি
নাটোর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবদলের সহসভাপতি সাজ্জাদ হোসেন সোহাগকে আজ রোববার গ্রেপ্তার করা করেছে। এ সময় তাঁর কাছে একটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক ও বিভিন্ন অস্ত্রের ২১টি গুলি পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ।
সাজ্জাদ হোসেন সোহাগকে পরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তাঁর সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেয়নি পুলিশ। তবে ছবি তোলা ও ভিডিও করার এক ফাঁকে সাজ্জাদ হোসেন সোহাগ দাবি করেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আজ ভোর রাতে শহরের কালুর মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সেখানকার একটি মসজিদের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক ও বিভিন্ন অস্ত্রের ২১ গুলিসহ সাজ্জাদ হোসেন সোহাগকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।