কুষ্টিয়ায় আট পাসপোর্ট ও অস্ত্র উদ্ধার, আটক ১
কুষ্টিয়া শহরের রাজারহাট থেকে আটটি পাসপোর্ট, অস্ত্র ও গুলিসহ রাজীব নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব দাবি করেছে, আটক রাজীব একজন মানবপাচারকারী ও সন্ত্রাসী।
আটক রাজীব শহরের মোহিনীমিলসংলগ্ন দেশওয়ালীপাড়ার বাসিন্দা। আজ রোববার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, ‘সন্ত্রাসী রাজীব দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রধানের কাছে মুঠোফোনের মাধ্যমে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। এ ছাড়া বিদেশে মানবপাচারসহ বাড়িতে ডেকে এনে নারীদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করত। এসব অভিযোগের ভিত্তিতে আজ রোববার সকালে শহরের দেশওয়ালীপাড়ায় র্যাব সদস্যরা নিজ বাড়ি থেকে রাজীবকে আটক করেন। এ সময় রাজীবের কাছ থেকে বিভিন্ন নামে আটটি পাসপোর্ট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশি তৈরি ধারালো অস্ত্র, একটি হাতুড়ি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অপর একটি অভিযানে দৌলতপুর উপজেলার রেফায়েতপুর এলাকা থেকে দেশে তৈরি শাটারগানসহ আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আশিক দৌলতপুরের রেফায়েতপুর এলাকার বাসিন্দা।