খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মীকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
নিহত মঞ্জু চাকমা (৪৫) জেএসএসের যুব সমিতির কর্মী ছিলেন। তিনি উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে দীঘিনালা-লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজারের ইরাংছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো জানান, মঞ্জু ওই সময় সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জেএসএস মঞ্জু হত্যার জন্য পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।