ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাচ্চু ও আলমগীর। তাঁদের দুজনের বাড়িই পাবনার চর আশুতোষপুর গ্রামে। এ ছাড়া নিহত অপর যাত্রী ও চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত মানিক, তারেক ও মাকিন ইসলাম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তিদের বরাত দিয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা পাবনায় যাচ্ছিল। অটোরিকশাটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের শ্যামলীপাড়া এলাকায় গেলে পেছন থেকে ট্রাকটি ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার সাত আরোহীর সবাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পথে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং ট্রাকচালক মধু বিশ্বাসকে আটক করেছে। নিহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।