পাশাপাশি হাঁটতে হাঁটতেই মৃত্যুর কোলে দুই বন্ধু
ঈদ করা হলো না দুই বন্ধুর। ঈদুল আজহার মাত্র দুদিন আগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তাঁদের। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া এলাকায় আন্তনগর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন রাজু (২৫) ও সাদ্দাম (২৪)।
রাজু বিরামপুর উপজেলার বিজুল গ্রামের ইউনুছ কবিরাজের ছেলে এবং সাদ্দাম একই গ্রামের ইউনুছ আলীর ছেলে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, রাজু ও সাদ্দাম ফেনী জেলায় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। সহকর্মীর পাশাপাশি তাঁরা দুজন বন্ধু ছিলেন। কয়েক দিন আগে তাঁরা ঈদ করতে বাড়ি যান।আজ সকালে সীমান্ত দেখতে তাঁরা হিলির নওপাড়া এলাকায় গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হিলি রেলওয়ে (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র দাস জানান, হিলি সীমান্তের নওপাড়া বিজিবি পোস্টের ২০০ গজ উত্তরে রেললাইন ঘেঁষে পাশাপাশি হাঁটছিলেন রাজু ও সাদ্দাম। তাঁরা হাড়ীপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রেনটি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খোকন চন্দ্র আরো জানান, পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।