মৌলভীবাজারে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাত সন্দহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় আহত হয় অপর এক সহযোগী। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার কোণাগাঁও মণিপুরী পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আজ মঙ্গলবার ছয় গ্রামবাসীকে আটক করেছে।
নিহত রেজাক উপজেলার পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিজার্ভ ফরেস্ট এলাকার সাঙাইসাবি গ্রামের কদর আলীর বাড়িতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে।
ডাকাতরা মণিপুরী পল্লীর কোণাগাঁও হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী রেজাক মিয়া ও সাইফুলকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে।
গুরুতর আহত রেজাক ও সাইফুলকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাককে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এনটিভি অনলাইনকে জানান, ঘটনায় জড়িত সন্দহে ছয় গ্রামবাসীকে আটক করা হয়েছে।