ফরিদপুরে প্রতিমা ভাঙচুর
ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার কোরকদী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের সর্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙার এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা কালীমন্দিরের তালা খুলে ভিতরে প্রবেশ করে শিব ঠাকুর ও কালী প্রতিমার মাথা ভেঙে বাইরে ফেলে যায়। আজ সকালে এলাকাবাসী মন্দিরের পাশে কালী প্রতিমার ভাঙা মাথা পড়ে থাকতে দেখে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি বুঝতে পারে।
স্থানীয় প্রবীণ ব্যক্তি দুর্জয় মণ্ডল (৭৫) জানান, বহু বছর ধরে ওই স্থানে পূজা হয়ে আসছে। এর আগে কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি।
মন্দির কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্যই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এদিকে ঘটনার খবর পেয়েই উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
অপরাধীদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার এবং নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয় বলে জানান মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।