পশুর নদে প্রবেশের দায়ে দুই ট্রলারকে জরিমানা
ঝড়ের কবলে পড়ে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদে ঢুকে পড়ায় দুটি ট্রলারকে জরিমানা করেছে বনবিভাগ। গতকাল সোমবার রাতে মংলার ঢাংমারী এলাকা থেকে এফবি আশীর্বাদ ও মরা পশুর এলাকা থেকে এফবি মণীষা নামক ট্রলার দুটি আটক করা হয়।
পরে ট্রলার দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ট্রলার দুটিতে থাকা ৫৩ জেলেকে আটক করে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, মংলার পশুর নদ ও খুলনার দাকোপের শিবসা নদীর দুই পারে রয়েছে সুন্দরবন। সুন্দরবন সুরক্ষার জন্য ছয় মাস আগে পশুরনদ ও শিবসা নদী পথের সুন্দরবনের ভিতরে সব ধরনের ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
ট্রলার দুটি আইন অমান্য করায় জরিমানা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা।
সম্প্রতি সুন্দরবনে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে এই দুটি চ্যানেল দিয়ে সব ধরনের যন্ত্রচালিত ট্রলার ও নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়।