কাভার্ডভ্যান চাপায় র্যাব কর্মকর্তা নিহত
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় হেলাল উদ্দিন নামের এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল ঝিনাইদহে যাওয়ার সময় আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার নয় মাইলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল ঝিনাইদহে র্যাব ৬-এ কর্মরত ছিলেন। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নিহত র্যাব কর্মকর্তা হেলাল উদ্দিনের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। বিকেলে তিনি পাবনা থেকে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুরের নয় মাইলে পৌঁছালে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত র্যাব কর্মকর্তা হেলালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায়।