রায়পুরায় অটোরিকশা-নসিমন সংগর্ঘ, নিহত ১
নরসিংদী রায়পুরা উপজেলার লোচনপুর নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোকন মিয়া (৩২)। তিনি রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিকে লোচনপুর বাজারের একটু দূরে অটোরিকশার সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের যাত্রী খোকন ছিটকে পড়ে মাথায় আঘাত পান। লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খোকনের লাশ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এই ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা করেছে পুলিশ।