কুমিল্লায় মুক্তিযোদ্ধার পরিবারকে বাড়ি হস্তান্তর
বিমান দুর্ঘটনায় নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সুবেদার মেজর গোলাম হোসেন মোল্লা বীর প্রতীকের পরিবারকে বাড়ি হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লা সদর দক্ষিণের তুলাগ্রামে বিজিবির অর্থায়নে নির্মিত বাড়িটি নিহতের স্ত্রী জাহানারা বেগমের কাছে হস্তান্তর করে বিজিবি ১০-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ বিজিবির সহ-অধিনায়ক মেজর আতাউল্লাহ জামী, সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
১৯৮১ সালের ১০ এপ্রিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় কক্সবাজারে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান সুবেদার মেজর গোলাম হোসেন মোল্লা।