বান্দরবানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
বান্দরবানে নিষিদ্ধ ইয়াবা বড়িসহ মোহাম্মদ আজিম (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার রেইছা চেকপোস্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেইছা নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট এলাকা থেকে ইয়াবাসহ জেলা শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিমকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো চট্টগ্রামের আমিরাবাদ থেকে বিক্রির জন্য বান্দরবান নিয়ে আসা হচ্ছিল। আটকের পর তাঁকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীসহ সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে বান্দরবানে নিষিদ্ধ মাদক ব্যবসা চালিয়ে আসছে। সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।