এক লাখ ফ্রি ওয়াইফাই জোন হবে : পলক
আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ ফ্রি ওয়াইফাই হটস্পট জোন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, মানুষ যাতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারে এ জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। কারণ পাঁচটি মৌলিক চাহিদার পরই এখন ইন্টারনেটের চাহিদা তৈরি হয়েছে।
আজ বুধবার সকালে প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকরা প্রতিকূল অবস্থায় সাংবাদিকতা করেন। এজন্য দুই হাজার প্রান্তিক সাংবাদিককে তথ্য-প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবিসহ স্থানীয় সাংবাদিকরা।