চাঁদপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ৭ সদস্য আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাত সদস্যকে আটক করার দাবি করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যাতে তাঁদের জঙ্গি সংগঠনের কার্যক্রমের তথ্যাদি রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির জানান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল শনিবার দুপুর ৩টায় ফরিদগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর কেরোয়া সাকিনে সৌদি আরব প্রবাসী মো. আবু রায়হান বাবুর বাড়িতে অভিযান চালিয়ে সাত জঙ্গি সদস্যকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জ উপজেলার মো. কাউছার হামিদ (১৯), কুমিল্লার হোমনা উপজেলার মো. মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জ সদর উপজেলার মো. রাশেদুল ইসলাম (২৫), ময়মসিংহের নান্দাইল উপজেলার মো. কামরুল হাছান (২৭), কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মো. নেয়ামত উল্লাহ (২৬), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মো. হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. ফজলুল করিম ওরফে দ্বীন ইসলাম (৩০)। তাঁরা সবাই ঢাকাসহ বিভিন্ন জেলার মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।
ফরিদগঞ্জ থানা পুলিশ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। পরে আজ রোববার দুপুরে সাতজনকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।