নরসিংদী থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার
নরসিংদী থেকে অপহৃত শিশু জিহাদকে (৩) তিনদিন পর ঢাকার মিরপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব ১১-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাবের কমান্ডিং অফিসার (সিও) লেফটেনেন্ট কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
আটক দুজন হলেন রবিন ও তাঁর বড় ভাই রানা। তাদের মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাবের সিও জানান, নরসিংদী জেলার পশ্চিম শিবপুর থানার বাকেরগঞ্জ গ্রামের আলম মিয়ার শিশুপুত্র জিহাদকে প্রায় ছয় মাস আগে অপহরণের পরিকল্পনা করে একই এলাকার রবিন। এরপর তিনি ২০ হাজার টাকার চুক্তিতে সাথী নামের এক তরুণীকে স্ত্রী সাজিয়ে আলম মিয়ার বাড়ির পাশে বাসা ভাড়া নেন।
আলম মিয়ার পরিবারের সঙ্গে তারা এত ঘনিষ্ঠ হয় যে, শিশু জিহাদ এক সময় রবিন ও সাথীকে মা-বাবা বলে ডাকতে শুরু করে।
গত ২০ সেপ্টেম্বর রবিন ও সাথী জিহাদকে বেড়াতে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে জিহাদের পরিবারের কাছে তাঁরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যেই বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আদায় করে নেয় অপহরণকারীরা।
পরের দিন ২১ সেপ্টেম্বর জিহাদের পরিবার স্থানীয় থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যাব ১১-এর কাছে অভিযোগ করে।
দুইদিন অনুসন্ধান ও নজরদারি শেষে গতকাল মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর চিড়িয়াখানা থেকে অপহৃত জিহাদকে উদ্ধার করা হয়।
আজ দুপুরে জিহাদকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নরসিংদী থানায় একটি অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।