১৫ বিশিষ্টজনের ক্ষমার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়া ৪৯ বিশিষ্ট নাগরিকের ১৫ জনের ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে বাকিদের বিষয়ে শুনানির জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন।
ক্ষমাপ্রাপ্ত বিশিষ্টজনরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও রাশেদা কে চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক শাহনাজ হুদা ও অধ্যাপক আমেনা মহসিন, লায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার ও তাহমিমা আনাম এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন ও ইলিরা দেওয়ান।
আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে সাজা দেওয়ায় এর নিন্দা জানিয়ে গত বছর ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিবৃতি দেন বিশিষ্ট ব্যক্তিরা। এরপর ট্রাইব্যুনাল-২ তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা জানতে চান। এরই পরিপ্রেক্ষিতে তাঁরা ক্ষমাপ্রার্থনা করেন।