বান্দরবানে দুঃস্থদের মাঝে চাল বিতরণ
বান্দরবানে পৌর এলাকায় গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার নয়টি ওয়ার্ডের এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
এ সময় জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর, পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মোহাম্মদ আবু, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা জানান, ঈদকে সামনে রেখে পৌরসভার ৯টি ওয়ার্ডের ছয় হাজার ৪৬১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সরকারের ত্রাণ সহায়তার অংশ হিসেবে এ চাল দেওয়া হয়েছে।