ঢাকায় ভুয়া পাসপোর্টসহ ৩০ দালাল আটক
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে থেকে ভুয়া পাসপোর্টসহ দালাল চক্রের ৩০ সদস্যকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে দালাল চক্রটি দীর্ঘদিন ধরেই অতিরিক্ত টাকার বিনিময়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছিল।
এদিকে রোববার রাতে রাজধানীর পান্থপথ এলাকা থেকে ককটেলসহ তিনজনকে আটক করেছে র্যাব। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে আরো ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়।