ভোলায় বিএনপি ও যুবদলের দুই নেতা আটক
ভোলায় পৌর বিএনপির সহসভাপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে শহরে বিক্ষোভ মিছিল থেকে তাঁদের আটক করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। পুলিশের দাবি, বিএনপি নাশকতা করার জন্য মিছিল বের করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী জানান, শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি মিছিল বের করে। মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। সেখান থেকে পৌর বিএনপির সহসভাপতি মো. মাহে আলম ও যুবদল নেতা মাসুমকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।