পদ্মায় লঞ্চডুবিতে ব্রিটিশ হাইকমিশনারের শোক
পদ্মায় লঞ্চডুবিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। গতকাল রোববার রাতে পদ্মায় লঞ্চডুবিতে ৭০ জনের প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে গিবসন বলেন, ‘পদ্মায় লঞ্চডুবিতে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় আমি শোকাহত।’ বিবৃতিতে নিহতদের জন্য প্রার্থনা ও নিহতদের পবিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি।
মানিকগঞ্জের পদ্মায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪ জন।