গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ ছাত্রের
ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজের সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে দুই ছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শহরের রথখোলা এলাকার বাসিন্দা কলেজছাত্র আবীর হোসেন বাবু (২০) ও ঝিলটুলী এলাকার বাসিন্দা ফরিদপুর জিলা স্কুলের ছাত্র রায়হান (১৬)।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে ওই দুই ছাত্র একটি মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পামট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুজনেই মাথায় আঘাত পায়। ঘটনাস্থলে একজন মারা যায়। অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।