ময়মনসিংহে ছাত্রদল নেতা আটক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম রাসেলকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, সকালে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বাউন্ডারি রোডের সোনারতরী কোচিং সেন্টারের মালিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম রাসেলকে আটক করা হয়। সালাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের স্নাতকোত্তরের ছাত্র বলে জানান ওসি।
এদিকে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে শহরের নতুন বাজার পায়রা চত্বরে এলে বাধা দেয় পুলিশ। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ে ফিরে যান।