ফরিদপুরে ডাকাত সন্দেহে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পুলিয়ার সড়কের পাশ থেকে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভাঙ্গার নুরু শেখ (২৮), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মো. আজগর (৩০) ও জামাল শেখ (২৮), মাদারীপুরের মোশারফ খলিফা (৪৫) এবং মাগুরার শ্রীপুর উপজেলার জিল্লুর রহমান (৩৫)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম জানান, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করে।
ওসি জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের কাছ থেকে ১৫টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির মামলা হয়েছে।