ছেলেকে হত্যার পর লাশ বুকে নিয়ে থানায়!
দিনাজপুরে নিজের ছয় মাস বয়সী ছেলেকে হত্যা করে তার মৃতদেহ নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন এক বাবা। গত বুধবার রাতে শহরের শেরশাহ মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
থানায় আত্মসমর্পণ করা শিশুটির বাবার নাম আউয়াল হোসেন (৩২)। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন স্ত্রী লিপি আক্তার
দিনাজপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে আউয়াল শিশুটির মৃতদেহ থানায় এনে জানান, তিনি নিজ সন্তান লিখনকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে বলে শিশুটির মা লিপি আক্তার জানিয়েছেন।
আউয়ালের বাড়ি দিনাজপুর শহরের শেরশাহ মোড় (বটতলী মোড়) এলাকায়। তিনি পেশায় দিনমজুর। আজ বৃহস্পতিবার আউয়ালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।