ইলিশ রক্ষায় জাল ফেলা নিষিদ্ধ, ৩ জেলের কারাদণ্ড
ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় প্রতিবছরের মতো এবারো ১৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হলো। আজ থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত তা বলবৎ থাকবে।
প্রশাসন জানিয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী পয়েন্ট, রাঙ্গাবালির আন্ধারমানিক মোহনা এবং দশমিনার তেঁতুলিয়া নদী পর্যন্ত জেলেদের জাল ফেলায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে, আজ শুক্রবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাল ফেলার অপরাধে তিন জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, তাঁর নেতৃত্বে কোস্টগার্ড তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
তাঁরা হলেন আনসার উদ্দিন, মহিবুল্লাহ গাগী ও শহীদ উদ্দিন।
ইউএনও আরো বলেন, মা ইলিশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারের আইন সবাইকে মানতে হবে। এ জন্য অভিযান অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত জেলে সহিদ উদ্দিন বলেন, পেটে ভাত নেই। এতদিন নদীতে মাছ পড়েনি। এখন জালে ইলিশ ধরা পড়ছে। জীবন বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় ছিল না।
ইলিশ মাছ ধরা যে বন্ধ, তা তাঁদের জানা ছিল না বলে জানান আনসার উদ্দিন।