বাড়িতে ঢুকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মীকে গুলি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মনের মানুষ নামক এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সুমেন্তু চাকমা (৩৮)।
আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় সুমেন্তু চাকমা নিজ বাড়িতেই ছিলেন।
এই খবর নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব।
নিহত সুমেন্তুর স্ত্রীর বরাত দিয়ে উত্তম চন্দ্র দেব জানান, ভোরে তখনও ঘুমিয়ে ছিলেন সুমেন্তু ও তাঁর স্ত্রী। পরে কয়েকজন এসে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে চলে যায়। লাশের মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি অনেক দূর্গম হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে বলেও তিনি জানান।
পরে দুপুরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে, এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সদস্য মিটন চাকমা। তবে, এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন ইউপিডিএফ প্রকাশনা বিষয়ক সম্পাদক মিরন চাকমা।