হিলিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্টে উভয় বাহিনীর কর্মকর্তারা ঈদের শুভেচ্ছা করেন। এ সময় একে অপরের হাতে মিষ্টি তুলে দেন।
চেকপোস্টে বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল জব্বার ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার মো. ইমামুল হক ছাড়াও উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার আব্দুল জব্বার জানান, বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিএসএফকে তিন প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
‘সীমান্তে শান্তি-শৃংখলা এবং উভয় বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে আমরা একে অপরের মধ্যে মিষ্টি বিনিময় করেছি।’ যোগ করেন বিজিবি কর্মকর্তা।