চুয়াডাঙ্গায় দুই কিশোরকে শ্বাসরোধে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের মাঠ থেকে পুলিশ দুই কিশোরের লাশ উদ্ধার করেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বড় বোয়ালিয়া গ্রামের আবদুল মজিদের ছেলে হাফিজুর রহমান (১৭) ও একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. রনি (১৭)।
পুলিশের ধারণা, পূর্ববিরোধের জের ধরে তাদের খুন করা হতে পারে। দুই কিশোরকেই অভিন্ন কায়দায় গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
হাফিজুরের বাবা জানান, তাঁর ছেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী বুদো মণ্ডলের বাড়িতে দাওয়াত খেতে যায়। রাতে বাড়িতে না ফেরায় সকাল থেকে তার খোঁজ নেওয়া শুরু হয়। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গ্রামের মাঠ থেকে লাশ শনাক্ত করা হয়।
অন্যদিকে রনির চাচা নজরুল ইসলাম জানান, তিন-চার দিন ধরে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ঝুটিকাডাঙ্গার একদল দুর্বৃত্ত রনিকে খুনের হুমকি দিয়ে আসছিল। রনি ঈদের দিন লক্ষ্মীপুর গ্রামে তার ফুপুর বাড়িতে ছিল। সেখান থেকে ফোন করে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান, নিহতদের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুর ২টা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।