কোরবানির মাংস পেল সাড়ে তিন হাজার পরিবার
ফরিদপুর ও গোপালগঞ্জের সাড়ে তিন হাজারের বেশি হতদরিদ্র পরিবারের মধ্যে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়েছে। দুটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ শনিবার এসব মাংস বিতরণ করা হয়।
এর মধ্যে ফরিদপুরের সদর উপজেলায় দুই হাজার ২৫০ এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক হাজার ৩৫০টি পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়।
সকালে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর এলাকায় বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরামের (বিএফএফ) পক্ষ থেকে কৈজুরি, ডিক্রিরচর, আলিয়াবাদ ও নর্থ চ্যানেল ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের হাতে দুই কেজি করে গরুর মাংসের প্যাকেট তুলে দেন সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির ও এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নের এবং স্থানীয় সংস্থা দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, দিশারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা মাসুদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, দিশারী ফাউন্ডেশনের প্রশাসন প্রধান নাসিমা আজাদ, ই্সলামিক রিলিফের প্রতিনিধি মাহবুর রহমান মুন্সী, হায়দার হোসেন প্রমুখ।