‘রিজভীকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার’
সরকার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রিমান্ডের নামে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘বিগত ৩০ জানুয়ারি মধ্যরাতে গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত কারাগারে প্রেরণ করা হয়নি। রিজভী আহমেদকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ ২৩ দিন পর্যন্ত তাঁকে পুলিশি রিমান্ডের নামে আদালত থেকে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট মামলায় রিমান্ড মঞ্জুর করিয়ে রিমান্ডে দিন-রাত অসহনীয় মানসিক ও বিভিন্ন কায়দায় সীমাহীন নির্যাতন করা হচ্ছে।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রিজভী আহমেদ বরাবরই একজন অসুস্থ মানুষ। তা ছাড়া অনবরত রিমান্ডের নামে মানসিক যন্ত্রণায় তিনি এখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রিজভী আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়ে যেকোনো দুর্ঘটনা ঘটলে সরকার কোনোভাবেই তার দায় এড়াতে পারবে না।’
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।