ঈদে মানুষের যাত্রা নিরাপদ হয়েছে : সেতুমন্ত্রী
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি এ সময় তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।
আজ শনিবার কুমিল্লার পদুয়ার বাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণকাজের পরিদর্শনে এসে এ কথা বলেন মন্ত্রী।
এদিকে আজ এনটিভির খবরে বলা হয়েছে, ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘এ কাজ শেষ করার চূড়ান্ত সময় ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে দেশি অথবা বিদেশি ঠিকাদার যদি কাজ শেষ করতে না পারে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
নিজেদের কাজ ফেলে জেলা প্রশাসক, পুলিশ সুপার বা সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর মন্ত্রীকে প্রটোকল দেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘মন্ত্রীর প্রটোকলের জন্য কাজ ফেলে তাঁরা দাঁড়িয়ে থাকবে, এটা আমি চাই না। আগেও এটা আমি তাদের বলেছি, আজ প্রকাশ্যে এ কথা বললাম।’
ওবায়দুল কাদের আজ কোনো প্রটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়ি নিয়ে মহাসড়ক পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন না।