ভাতিজার পর চাচাও খুন, খুনির বাড়ি ভাঙচুর
কুমিল্লা জেলা সদরে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক খুনির বাড়ি ভাঙচুর করেছে।
নিহত শহীদুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা। সাত বছর আগে শহীদুলের ভাতিজা মহিনকে হত্যা করা হয়। সেই হত্যা মামলার বাদী ছিলেন তিনি। মহিন হত্যা মামলায় এলাকার সন্ত্রাসী দেলোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা হয়। দেলোয়ার সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন।
কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল অভিযোগ করে বলেন, সন্ধ্যা ৭টার দিকে নগরীর সুজানগর এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মহুরির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছিলেন শহীদুল। পথে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
ওয়ার্ড কাউন্সিলর আরো জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্বৃত্তরা স্থানীয় দেলোয়ার হোসেন জনু বাহিনীর সঙ্গে যুক্ত। জনু একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। এলাকার মানুষ তাঁর কাছে জিম্মি হয়ে আছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, পূর্বশত্রুতার জের ধরে এই খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১১টায় উত্তেজিত জনতা দেলোয়ার হোসেন জনুর বাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে জনতা সেখান থেকে সরে আসে।