খালেদা জিয়া সুস্থ, নজরুল সেলিমা অসুস্থ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। তবে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অসুস্থ।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো তাহির এ মন্তব্য করেন। তিনি বলেন, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিকেল পৌনে ৩টার দিকে ডা. তাহিরের নেতৃত্বে চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যান। কার্যালয়ের দক্ষিণ দিকের রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিনিধিদলটি খালেদা জিয়ার জন্য বিস্কুট, কলা, পানিসহ কিছু খাবার নিয়ে যায়। এ সময় পুলিশ দলটিকে কার্যালয়ে ঢোকার অনুমতি দিলেও খাবার নিতে দেয়নি।