পানছড়ি জামায়াতের আমির আটক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। নাশকতা পরিকল্পনার অভিযোগে আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দমদমা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান জানান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে পানছড়িতে তিনটিসহ পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি নাশকতার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।