বান্দরবানে অস্ত্রসহ তিন যুবক আটক
বান্দরবানের আলীকদম উপজেলায় বিদেশি অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার বিকেলে আলীকদমের কানামাঝি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম এনটিভি অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে গাড়ির ছাদ থেকে একটি এলজি রাইফেল ও এর সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।
অস্ত্রপাচারের অভিযোগে গাড়িচালক আনোয়ার হোসেন (৩৪), তাঁর সহকারী আবছার (২৭) এবং মঞ্জুর আলম (২৮) নামে তিন যুবককে আটক করা হয়। গাড়িটি যাত্রী নিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদম উপজেলায় আসছিল।
আবদুর রহিম আরো জানান, বিকেলে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে আলীকদম থানায় একটি মামলা হয়েছে।