লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে এই সংঘর্ষ হয়। এতে আরো অন্তত সাতজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গিলাবাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে আবদুল জলিল মিয়া (৫০), আবদুল গফুরের ছেলে গোলাম রব্বানী (৪৫) ও অছির উদ্দিনের ছেলে সহিদার রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী খালেক মুন্সীর সঙ্গে জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে জলিলের ওপর অতর্কিতে হামলা চালায় খালেকের বাহিনী। এতে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই জলিল নিহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রব্বানী ও সহিদারেরও মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় স্বজনের আহাজারি। ছবি : এনটিভি