বান্দরবানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
বান্দরবানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং পুলিশের লাঠিপেটায় সাতজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান বাজারের দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বান্দরবানে জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ নিয়ে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা এবং জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের মধ্যে বিরোধ চলছে। এই দুজন সহোদর বলে জানা গেছে।
সূত্র আরো জানায়, জাবেদ-জাহাঙ্গীর দুজনেই নিজেদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দাবি করছেন। সোমবার কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী হরতাল-অবরোধের সমর্থনে বান্দরবানে বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যুবদলের নেতা মোহাম্মদ মুন্না বক্তব্য রাখতে গিয়ে পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজাকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে সম্বোধন করায় দুই গ্রুপের কর্মী-সমর্থকরা বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং পুলিশের লাঠিপেটায় সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজন হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিটল বিশ্বাস, মমতাজ উদ্দিন, মোহাম্মদ জাহেদ ও হাসান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে বিএনপির দুই গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।