মান্না-খোকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : নাসিম
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। খবর বাসসের।
নাসিম বলেন, ‘সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এঁরা লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এঁদেরকে ছাড় দেওয়া যাবে না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য সোমবার বিকেলে রাজধানীর সূত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদের এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল।
নাসিম বলেন, ‘যে যাই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক, কোনো কাজ হবে না। কথা পরিষ্কার, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা জিয়া লাশ চান। মানুষকে খুন করে ক্ষমতায় যেতে চান। বাংলার মাটিতে লাশের ওপর দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জনগণ দূরের কথা, কর্মীরাও আপনার সঙ্গে নেই। মাঠে একজন কর্মীও খুঁজে পাওয়া যায় না। রাজনীতি করতে চাইলে রাস্তায় নেমে আসুন। মানুষের সঙ্গে কথা বলেন। মিছিল-মিটিং করেন। আপনাকে কেউ বাধা দেবে না।’