মাহমুদুর রহমান মান্না ‘আটক’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে ‘আটক’ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনানীর একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে মান্নাকে আটক করার কোনো তথ্য নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মান্নার ভাতিজি শাহানামা শারমিন বলেন, ‘রাত ৩টার দিকে আমরা দরজা ধাক্কানোর শব্দ পাই। আমাদেরকে দরজা খুলতে বলা হয়। আমরা দরজা খুলে দিই। ওনারা পরিচয় দেন, ডিবি থেকে এসেছেন। রাত সাড়ে ৩টার দিকে ওনাকে (মান্না) নিয়ে যায়।’
মাহমুদুর রহমান মান্নাকে রাজনৈতিক কারণে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মেহের নিগার। তিনি বলেন, ‘তাঁর পেছনে তো অনেক দিন থেকে সরকার আছে। (তিনি) সমালোচনা করছেন। এসব কারণে, রাজনৈতিক কারণে তাঁকে আটক করেছে। আমরা এখন চেষ্টা করব, কোথায় কী কারণে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা নেব।’
এর আগে সোমবার সেনা হস্তক্ষেপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা নিয়ে মন্তব্যের অভিযোগে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের দাবি ওঠে মন্ত্রিসভায়।
গত রোববার বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অপর একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মান্নার দুটি পৃথক ফোনালাপের অডিও গণমাধ্যমে প্রকাশ হয়।