বরগুনায় কৃতী শিক্ষার্থীদের পুলিশের সংবর্ধনা
বরগুনা জেলা পুলিশের উদ্যোগে ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
অনুষ্ঠানে বরগুনা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের কৃতী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।