বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণ, আহত ৪
রাজধানীর বঙ্গবাজার এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে চারজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বঙ্গবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. রাসেল (৩২), আনোয়ার হোসেন (৫২), খন্দকার আল-আমিন (২২) ও মো. কাকন (৩২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই চারজন ককটেলের স্প্লিন্টারে আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।